নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার , ৩০ মার্চ , ২০২৩
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ প্রদর্শনীতে জাপান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ প্রায় ১৫টি দেশের বিভিন্ন গাড়ি ও বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং প্রদর্শক অংশ নিয়েছে। ৫৫০টি বুথে মোটরগাড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রপাতি দেখাচ্ছে ৩৩০ প্রদর্শক। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ২৫টির বেশি ভারতীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
টয়োটা, হ্যাভাল, পিএইচপি, টাটা, সুজুকিসহ বিভিন্ন ব্র্যান্ডের উপস্থিতি আছে প্রদর্শনীতে। উত্তরা মোটর্স বাজাজের সব মডেলের বাইক নিয়ে অংশ নিচ্ছে এতে। দেখানো হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস স্পোর্টস বাইক বাজাজ পালসার এন ১৬০। উত্তরা মোটর্স মোটরসাইকেলের পাশাপাশি সিএনজি অটোরিকশা এবং ডিজেলচালিত অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে।
মোটর শোতে গাড়ি কেনার নানা সুবিধা গ্রাহকদের জানাচ্ছে পদ্মা ব্যাংক লিমিটেড। পদ্মা ব্যাংকের স্টলটি উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং হেড রকিবুল হাসান চৌধুরী।সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত ১৬তম ঢাকা মোটর শো চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। একই সঙ্গে এখানে হচ্ছে ‘সপ্তম ঢাকা বাইক শো-২০২৩’, ‘ষষ্ঠ ঢাকা অটোপার্টস শো ২০২২’ এবং ‘পঞ্চম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৩’।
তথ্য সূত্র : প্রথম আলো ১৬ মার্চ ২০২৩, ২৩: ১২