Logo
ঢাকা     শুক্রবার , ৯ জুন , ২০২৩

মানবকল্যাণ পদক পেল এটুআই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার , ৫ জানুয়ারী , ২০২৩

শেয়ার করুনঃ
মানবকল্যাণ পদক পেল এটুআই

জাতীয় মানবকল্যাণ পদক-২০২১ অর্জন করল এটুআই-এসপায়ার টু ইনোভেট। প্রতিবন্ধী ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ, জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান, ইনক্লুসিভ শিক্ষা বাস্তবায়ন ও সামাজিক সুরক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই পদক পেয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদফতর মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ ও মানবকল্যাণ পদক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের কাছে থেকে এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এই পদক, স্মারক, সনদপত্র ও অর্থ গ্রহণ করেন। ADVERTISEMENT এটুআই প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকারের সকল ওয়েবসাইট গড়ে ৭০ শতাংশ অভিগম্যতা নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা করেছে। এছাড়া মাল্টিমিডিয়া টকিং বুক ও অভিগম্য ডিকশনারী তৈরির পাশাপাশি ইনক্লুসিভ ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় কারিগরি সহযোগিতা প্রদান করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করার জন্য এটুআই ইতোপূর্বেও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সামাজিক নিরাপত্তা খাতে গৃহীত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে সরকার কাজ করছে। এসব কর্মসূচি বাস্তবায়িত হলে দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসবে কয়েক কোটি লোক। মন্ত্রী বলেন, জনকল্যাণে উদ্বুদ্ধ হয়ে মানবতার সেবায় কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে  পাঁচ ক্যাটাগোরিতে প্রতি বছর মানব কল্যাণ পদক প্রদান করা হবে। মন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত কর্মসূচিসমুহ বাস্তবায়নে স্মার্ট প্রযুক্তির সূচনা হয়েছে। এক কোটিরও অধিক ভাতাভোগী এবং পাঁচ কোটিরও অধিক উপকারভোগী সরাসরি এ মন্ত্রণালয়ের সেবার আওতাভুক্ত। অদূর ভবিষ্যতে এ বিশাল সংখ্যক মানুষ দারিদ্রসীমা থেকে বেরিয়ে আসবে।

নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ২০২২ সালে ১৪০০ গুজব চিহ্নিত করেছে রিউমার স্ক্যানার
    ২০২২ সালে ১৪০০ গুজব চিহ্নিত করেছে রিউমার স্ক্যানার
  • নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেয়েছে গ্রামীণফোন
    নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেয়েছে গ্রামীণফোন
  • হোয়াটসঅ্যাপে ৫ জনের চ্যাট পিন করার সুবিধা আসছে
    হোয়াটসঅ্যাপে ৫ জনের চ্যাট পিন করার সুবিধা আসছে
  • ‘স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট নাগরিক’
    ‘স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট নাগরিক’
  • প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে যে কারখানা
    প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে যে কারখানা
  • এ হাটে আলুর দাম ভালো। আর গ্রাম থেকে একদম কাছে এ হাট বসায় আলু আনা–নেওয়ার পরিবহন খরচও নেই। তাই কৃষকের লাভ থাকছে।
    এ হাটে আলুর দাম ভালো। আর গ্রাম থেকে একদম কাছে এ হাট বসায় আলু আনা–নেওয়ার পরিবহন খরচও নেই। তাই কৃষকের লাভ থাকছে।
  • ২০২৩ সালের সেরা ১০টি গুগল ক্রোম এক্সটেনশন।
    ২০২৩ সালের সেরা ১০টি গুগল ক্রোম এক্সটেনশন।
Logo