নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার , ৩০ মার্চ , ২০২৩
গবেষকদের দাবি, টেসলা গাড়িতে ব্যবহৃত সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে গাড়ি চালু বা বন্ধও করা সম্ভব। তবে টেসলা কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করা গেলেও দূর থেকে গাড়ি চালু বা বন্ধ করা যাবে না। এমনকি গাড়ির গতিও কম–বেশি করা সম্ভব নয়। ফলে দুর্ঘটনার আশংকা নেই।
সিন্যাকটিভের গবেষক ইলোই বেনোইস্ট ভ্যানডারবেকেন টেসলা কর্তৃপক্ষের বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। তিনি জানান, গাড়ির স্টিয়ারিং ঘোরানো, ব্রেক কষতে হ্যাকাররা সক্ষম হবেন না বলে টেসলার মন্তব্য সম্ভবত ঠিক নয়।
উল্লেখ্য, গত বছর জার্মানির বাসিন্দাা ডেভিড কলম্বো নামের এক তরুণ সাইবার হামলা চালিয়ে প্রায় ২০টি টেসলা গাড়ি হ্যাক করেছিলেন। শখের বসে এ হামলা চালানোর পর টেসলা কর্তৃপক্ষকে নিরাপত্তা ত্রুটির বিষয়টি জানিয়েছিলেনও কলম্বো।
তথ্য সূত্র : প্রথম আলো ২৯ মার্চ ২০২৩, ২০: ৪১