নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার , ২৫ মার্চ , ২০২৩
এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ফোনের মতোই ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের সব বার্তা ও অডিও-ভিডিও কলে এন্ড টু এন্ড নিরাপত্তা–সুবিধা দেবে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা নিরাপদে বার্তা আদান–প্রদানের পাশাপাশি কথাও বলতে পারবেন। এ সুবিধা চালুর ফলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। নতুন সংস্করণ ‘কল শিডিউল’ সুবিধাও সমর্থন করবে। ফলে নির্দিষ্ট ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আগে থেকেই ভিডিও কলের লিংক পাঠানো যাবে। এর ফলে আমন্ত্রিত ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে লিংকে ক্লিক করে সরাসরি ভিডিও কলে অংশ নিতে পারবেন। বর্তমানে মাল্টিডিভাইস সুবিধা কাজে লাগিয়ে ফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও কম্পিউটারে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। একাধিক ফোনে এক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালুর জন্যও কাজ করছে হোয়াটসঅ্যাপ।
তথ্য সূত্র : প্রথম আলো ২৪ মার্চ (২০২৩, ১৪: ২৮)