নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার , ২৫ মার্চ , ২০২৩
টুইটার জানিয়েছে, ১ এপ্রিল থেকে ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে থেকে যেসব অ্যাকাউন্টে নীল টিক রয়েছে, সেগুলো মুছে ফেলা হবে। তবে বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে পুনরায় নীল টিক যুক্ত করা যাবে। অর্থাৎ, নীল টিক চালুর জন্য অর্থের পাশাপাশি বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের কার্যক্রম ও পরিচয় যাচাই করা হবে। ফলে চাইলেই যেকোনো ব্যক্তি নিজেদের অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করতে পারবেন না।
উল্লেখ্য, কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে নীল টিকের সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যোগ করতে খরচ হয় ১১ ডলার। নতুন এ সিদ্ধান্তের ফলে নীল টিক ব্যবহারের জন্য টুইটার ব্যবহারকারীদের মাসে কমপক্ষে আট ডলার খরচ করতে হবে। তবে সব দেশে এখনো নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।
নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে করা টুইট এবং রিটুইটগুলো অন্য ব্যবহারকারীদের কাছে প্রদর্শনের ক্ষেত্রেও অগ্রাধিকার দিয়ে থাকে টুইটার। শুধু তা–ই নয়, নীল টিক অ্যাকাউন্ট ছাড়া টুইটারে দুই স্তরের লগ-ইন পদ্ধতিও ব্যবহার করা যায় না।
তথ্য সূত্র: প্রথম আলো (২৪ মার্চ ২০২৩, ২০: ০৫)