নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার , ১ এপ্রিল , ২০২৩
কর্মশালায় শিশুরা নিজেরাই মডেল রকেট তৈরি করেছে। তাদের বানানো রকেট আকাশেও উৎক্ষেপণ করা হয়েছে। এর মাধ্যমে তারা রকেটের বিভিন্ন যন্ত্রাংশ, ইতিহাস, রকেটের কার্যপ্রণালী, গাণিতিক হিসাব সম্পর্কে জেনেছে। গাণিতিক হিসাবের মাধ্যমে কীভাবে একটা রকেট আকাশে উড়তে পারে, সে ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। শিশুরা তিন ধরনের মডেল রকেট, ওয়াটার রকেট ও ভেহিকল রকেট তৈরি করেছে।
কর্মশালায় এসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘এ কর্মশালার মাধ্যমে শিশুদের মনে বিজ্ঞানের বীজ বপন করা হলো। এদের মধ্যে থেকেই আমরা ভবিষ্যৎ বিজ্ঞানীদের দেখতে পাব।’
কর্মশালায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক এ কে এম লুৎফুর রহমান সিদ্দীক ও উদয়ন উচ্চমাধমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম উপস্থিত ছিলেন।
রকেটও ওড়ায় শিশুরা
রকেটও ওড়ায় শিশুরাসংগৃহীত
কর্মশালা নিয়ে স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান বলেন, ‘খেলার ছলে শিশুদের মহাকাশ বিজ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন আমরা সারা বছর করে থাকি। দ্রুতই আমরা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি মহাকাশ (স্পেস) অলিম্পিয়াড বাংলাদেশ। এর প্রাক্-নিবন্ধন শুরু হয়েছে। যে কেউ চাইলেই spaceolympiadbd.com থেকে নিবন্ধন করতে পারবে।’
আয়োজনের সহযোগিতায় ছিল হুইসেল, পিক্সেল নেট টেকনোলজিস্ট, ইভেন্ট ফ্লুয়েন্ট ও ই-টিকেটিং পার্টনার ই-সফট।
সূত্র : প্রথম আলো ১৮ মার্চ ২০২৩, ২০: ০৯