নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার , ২৬ এপ্রিল , ২০২৩
হোয়াটসঅ্যাপের মাল্টি ডিভাইস ফিচারের আওতায় চালু হওয়া এ সুবিধা কাজে লাগিয়ে প্রাইমারি ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সব তথ্য অন্য ফোনগুলোতে ব্যবহার করা যাবে। ফলে একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্বচ্ছন্দে ব্যবহারের সুযোগ মিলবে।
একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি ফোনে ব্যবহারের জন্য বাড়তি কষ্টও করতে হবে না। বর্তমানের মতোই কিউআর কোড স্ক্যান করে এক বা একাধিক ফোন যুক্ত করা যাবে। শুধু তা-ই নয়, প্রাইমারি ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও অন্য ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিংক ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, মাল্টি ডিভাইস ফিচারের আওতায় প্রাইমারি ফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। তবে একাধিক ফোনে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ না মেলায় অনেকেই বেশ সমস্যার মুখোমুখি হতেন।
সূত্র: গ্যাজেটস৩৬০, ইন্ডিয়ান এক্সপ্রেস