টেলিভিশন ও মনিটরে যুক্ত হচ্ছে মাইক্রোসফটের কোপাইলট চ্যাটবট

কোপাইলট চ্যাটবট

প্রযুক্তি জগতে নতুন মাত্রা যোগ করছে মাইক্রোসফট। তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোপাইলট (Copilot) চ্যাটবট এখন শুধু কম্পিউটার বা মোবাইলেই নয়, টেলিভিশন ও মনিটরেও যুক্ত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীরা আরও বড় পর্দায় সহজে এআই সেবা নিতে পারবেন।

প্রথমদিকে কোপাইলট ব্যবহার সীমাবদ্ধ ছিল মাইক্রোসফট অফিস, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ওয়েব ব্রাউজারের মধ্যে। তবে ব্যবহারকারীর চাহিদা ও এআই-ভিত্তিক সেবার দ্রুত বিস্তারের কারণে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে নতুন নতুন প্ল্যাটফর্মে এই সুবিধা যোগ করছে। এখন স্মার্ট টিভি ও উন্নত মানের মনিটরে বিল্ট-ইন কোপাইলট সুবিধা পাওয়া যাবে।

এর ফলে দর্শকরা টিভির পর্দায় সরাসরি ভয়েস কমান্ড বা টাইপিংয়ের মাধ্যমে তথ্য খোঁজা, কনটেন্ট সাজেশন নেওয়া, এমনকি শিক্ষা ও বিনোদনমূলক কাজেও চ্যাটবটকে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি অফিসের কাজে বড় মনিটর ব্যবহারকারীরাও সহজে ডকুমেন্ট সম্পাদনা, ইমেইল লেখা কিংবা ডেটা অ্যানালাইসিস করতে পারবেন কোপাইলটের সহায়তায়।

বিশ্লেষকদের মতে, মাইক্রোসফটের এই পদক্ষেপ স্মার্ট ডিভাইসের ব্যবহারকে আরও গতিশীল করবে। ব্যবহারকারীরা একইসঙ্গে কাজ, শিক্ষা ও বিনোদনের সুবিধা পাবেন এক পর্দায়। এতে টেলিভিশন ও মনিটরের ব্যবহার হবে আরও ইন্টারঅ্যাকটিভ এবং প্রযুক্তি নির্ভর।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এআই সমন্বিত স্মার্ট ডিভাইসই হবে নতুন প্রজন্মের প্রযুক্তির মূল ভিত্তি। মাইক্রোসফটের কোপাইলট সেই দিকেই বড় একটি পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *