হোয়াটসঅ্যাপ এখন নতুন ‘শিডিউল কলস’ সুবিধা চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আগেভাগেই নির্দিষ্ট তারিখ, সময় ও কলের ধরন (অডিও বা ভিডিও) বেছে নিয়ে কলের সময়সূচি ঠিক করতে পারবেন। এজন্য প্রথমে হোয়াটসঅ্যাপের কলস ট্যাবে গিয়ে ডান পাশের নিচে থাকা ‘+’ বোতামে চাপতে হবে। এরপর ‘শিডিউল কল’ অপশন থেকে সময়, তারিখ ও কল টাইপ নির্বাচন করে ‘নেক্সট’ আইকনে ট্যাপ করতে হবে এবং যাদের কলে যুক্ত করতে চান তাঁদের নাম বেছে নিতে হবে। শিডিউল তৈরি হয়ে গেলে অংশগ্রহণকারীরা একটি নোটিফিকেশন পাবেন এবং নির্ধারিত সময়ে শেয়ার করা লিংকের মাধ্যমে কলে যোগ দিতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে কলস ট্যাব থেকেই শিডিউল করা কলগুলোর তালিকা, অংশগ্রহণকারীর নাম এবং কল লিংক সহজেই দেখতে পারবেন।
যেভাবে করবেন হোয়াটসঅ্যাপে কল শিডিউল
